কলমেঃ দেবিকা রানী হালদার
আমি '৭১ এর বিজয় দেখিনি
দেখিনি সে-ই মহা নায়কের ৭ ই মার্চের ভাষণ!
আমি বইতে পড়েছি বিজয়ের ইতিহাস
কি ভাবে বাঙালি কে করা হয়েছিলো শোষন!
দেখেছি '৭১ এ হিন্দু-মুসলিম বিভেদ করার খেলা
এ খেলা বাংলাদেশে চলে সারা বেলা!
এক সাথে রাইফেল কাঁধে হিন্দু মুসলমান
দেশ করলো স্বাধীন, আজ সে দেশে ধর্মের বিভেদ মেলা!
ধর্ম নিয়ে ব্যবসা আর রাজনীতি জমে
তিরিশ লক্ষ জীবন দিলো তা হলে কোন কামে,
ভাই ভাই একইসাথে করবো বসবাস
নতুন শাসক যখন আসে ধর্মের নামে ত্রাস!
'৭১ এর সেই বিজয় টা ছিলো বিদ্বেষ হীন
পাকিস্তান আদলে দেশ নিরপেক্ষতা বিলীন!
নিজ দেশে সংখ্যা লঘূ পরদেশী যেন
কীট পতঙ্গ পশুপাখির জীবন হেন তেন!
রোজ রোজ বিজয় আসে রোজ স্বাধীনতা
নিরাপত্তা হীন জীবন সবার যেন বর্বর অধীনতা!
বিজয় দিবসে হোক সে শপথ ধর্ম বর্ণ মিলে
যারযার ধর্ম মেনে চলো অন্তর আর দিলে!
রাষ্ট্র সবার, ধর্ম যার যার ভাই
সব ধর্ম গ্রন্থের একই বাণী পড়েন চশমা লাগাই,
সূর্য সন্তান বাংলাদেশের সন্মান সবার পাবে
মনে রাখবেন, এক মাঘে শীত কভু না যাবে!