কলমেঃ সাহেলা সার্মিন
আমি হতে চাই তোমার শালবন বিহারে
এক বিরহিণী সুগন্ধি ফুল,
তোমার একাকীত্বে সর্বাঙ্গীন মশগুল,
তোমার বিরহে ব্যথায় হই লীন
তোমার কষ্ট মম চিত্তে অমলিন।
আমি হতে চাই ----
তোমার নির্ঘুম রাতে সোহাগি ছোঁয়া
আঁধার ঘরে আধো আলোয়
আমি শত কবিতার পঙক্তি মালা
ভাবের জোয়ারে শত শব্দের গাঁথুনি
অসামান্য এক মহাকাব্য গাঁথা!
আমি হতে চাই এক পূর্ণিমা শশী
আছি তোমার অতি কাছাকাছি,
তোমার বাগানের পাসকালি গোলাপ
নয়তো একলা বিকেলের গোধূলি আলো,
ঝুলন্ত টবে মানিপ্ল্যাণ্ট অপরাজিতা।
আমি হতে চাই ------
তোমার একলা বিহারে নিশি জাগা পাখি
গুণ গুণ গানে মুগ্ধ হবে তব আঁখি,
তোমার রাগ অনুরাগে ওষ্ঠ চুমে
মান অভিমান হবে সারা
আমি হবো তোমার একতারা!