কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
হেমন্তে প্রবেশ করছে শীতের আমেজ
গাছে-গাছে কোকিলের মধুর কুউহু ডাক নাই,
তবু ও ছাঁদে এসে যখন বসি মিষ্টি রোদে
হরেক রকম গাছ,আম-জাম আতা বড়ই নিম লেবু, কোকিলের ডাক কোথা পাই?
গন্ধরাজ গোলাপ বেলী নয়ন তারা ডালিমের লাল ফুল
বারমাসি আম গাছে ধরেছে নয়নাভিরাম চ্যূত কলি,
বসন্তের মত পত্র হরিৎ অরণ্য নয় মোটেই
সমস্ত গাছ ভনভনিয়ে মাছি, মুকুলে মিছিল করছে অলি!
মাছি ভনভন, ভ্রমর গুঞ্জন সমাকীর্ণ ফিঙে শ্যামাতে
কত পতঙ্গ প্রজাপতি এলো মুকুলের টানে,
নহে বসন্ত, এযে হেমন্ত, তবু বাসন্তী রূপ লাগে
ছাঁদে বসে কবিতার চরণে আমিও মদোন্মত মুকুলের ঘ্রাণে!