কলমেঃ নজির মোড়ল
আয় না কাছে হৃদয় দিয়ে
একটু তোরে ছুঁই,
তুই যে আমার বুক বাগানে
ফুটন্ত এক জুঁই।
বস না পাশে নিজের গুণে
ধরে আমার হাত,
কস না কথা হাসি মুখেই
হোক রাঙা প্রভাত!
দেখ না আমার দুঃখ কোথায়,
কারণগুলি শোন্,
দুঃখের সীমা অনেক দূরে-
ইউরেনাস নেপচুন!
আয় না কাছে দু’জন মিলে
মনের কথা কই,
তুই যে আমার দুঃসময়ের-
পাশে থাকার সই।
রাখ না আমার বুকেই মাথা
হোক না ব্যাথা দূর,
সব অভিমান ভুলে চল্ আজ
হারাই অচিনপুর!