আফিয়া আইশা বিনতু আয়াছ
==================
আর কতকাল আকাশে কালো মেঘ জমবে ক্ষোভে…
আর কতকাল পৃথিবী কাঁদবে মানুষের রোষে…
আর কতকাল দাসত্বের শিকল বাঁধবে স্বাধীন চেতনাকে…
আর কতকাল যুদ্ধের দাম হবে মায়ের সন্তানের রক্তে…
আর কতকাল ধর্মের নামে চলবে রক্তক্ষয়ী খেলা…
আর কতকাল বিভেদের দেয়ালে আটকাবে মানুষের আশা…
আর কতকাল বঞ্চনার দায়ে দগ্ধ হবে আত্মা…
আর কতকাল প্রশ্ন জাগবে কোথায় আছে ক্ষমতা…
আর কতকাল অন্নহীন মানুষ ক্ষুধার জ্বালায় অনাহারে থাকবে…
আর কতকাল যুদ্ধের ধোঁয়ায় আশার প্রদীপ নিভবে…
আর কতকাল ন্যায়ের বদলে অন্যায়ের রঙ ছড়াবে…
আর কতকাল হিংস্রতার প্রাচীরে ভালোবাসা হারাবে…
আর কতকাল শাসকের স্বার্থে চলবে বিভাজনের খেলা…
আর কতকাল সীমানায় মরবে অযথা সৈনিকেরা…
আর কতকাল বন্ধ থাকবে মানবতার দরজা…
আর কতকাল শান্তির আকাশে উড়বে যুদ্ধের পতাকা…
আর কতকাল তরুলতা পুড়বে আগ্রাসনের দাবানলে…
আর কতকাল শান্তির পথ হয়ে যাবে ফিকে…
আর কতকাল নিরীহ মানুষ বঞ্চিত হবে ন্যায্য অধিকার থেকে…
আর কতকাল ন্যায়ের স্বর বন্ধ থাকবে শাসকের ভয়ে…
আর কতকাল নীরবতা হবে প্রতিবাদের একমাত্র ভাষা…
আর কতকাল শাসনের নামে চলবে শোষণের খেলা…
আর কতকাল সত্যকে চাপা দিয়ে প্রতিপত্তি ফলাবে মিথ্যা…
আর কতকাল প্রশ্ন থাকবে কোথায় হারিয়েছে মানবতা…