কলমেঃ এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
ফেলেছো বোমা জ্বলেছে গাজা
মরেছে শিশু কতো?
অসহায় মুসলিম দেখেছে চেয়ে
হৃদয়ে হয়েছে ক্ষত।
সন্ত্রাসী ইসরাইল হায়েনাদের প্রতি
বাড়িয়েছো সাহায্যের হাত,
অসহায় মানবতা কেঁদেছে মুসলিম
গাজা ধ্বংসে এনেছো আঘাত।
রক্তাক্ত শিশুর আর্ত চিৎকারে
ভেঙেছে ধৈর্যের বাঁধ,
ক্রোধের অশ্রু ঝরেছে চোখে
হৃদয়ে বজ্রপাত।
বিশ্ব মুসলিম দিয়েছে অভিশাপ
প্রভুর কাছে চেয়েছে বিচার,
প্রভুর গজবের করবে মোকাবেলা
এমন সাধ্য আছে কার।
যুগে যুগে প্রভু ধৈর্যশীলদের তরে
দিয়েছে কিছু পরীক্ষা,
বিজয়ী মুসলিম হয়েছে সেথায়
বুকে রেখে শহীদের স্মৃতিকথা।
নমরুদ ফেরাউন হয়েছে ধ্বংস
প্রভুর গজবের তরে,
ফেরাউনের দেহ হয়েছে অভিশপ্ত
প্রভুর বিরুদ্ধে লড়াই করে।
ফেরাউন থেকে না নিয়ে শিক্ষা
চলছো তোমরা একেই পথে,
ভেবেছো প্রভু হয়েছে দুর্বল
পারবে না আকসা বাঁচাতে।
আরে বোকার দল বুঝবি কবে বল
আমার প্রভুর ক্ষমতা,
মুসলিম উম্মাহর প্রথম ক্বিবলা
মাসজিদুল আল আকসা।
এই ঘরে বসে কত নবী রাসুল
করেছে প্রভুর এবাদত,
সেই ঘর রক্ষায় রক্তাক্ত ফিলিস্তিন
এবার এসেছে প্রভুর লা’নত।