কলমেঃ নীল রতন ঘোষ
==============
হাস্য উজ্জ্বল নর নারীর
দক্ষিণা মৃদু হাওয়ায়
কাজল কালো কেশ দোলে
শিশির ভেজা শিউলি ফুলের সৌন্দর্য
আশ্চর্য তাঁর অনুভূতি।
শত কষ্টের মাঝে
নর নারীর হাস্যজ্জল মুখ মন্ডলে
নেই তো কোন কষ্টের ছায়া
রয়েছে শুধু মায়া।
সবার তরে জানবে সবাই ভালো
ছোট্ট মা-মনি নয়নের আলো
জীবনে এমন কিছু মুহূর্ত আসে
ধৈর্য্য সাথে নিরব থাকাই ভালো।
ধৈর্য ধারণে নর-নারীর জীবনে
চরিত্রের আলো প্রসারিত হয়।
জগৎময় সৌন্দর্য ফুটে উঠবে
মানব জ্ঞানে শান্তি আসবে ভবে।
নর-নারীর মিল বন্ধনে
কি এক অপরূপ সৌন্দর্য ভাসে,
যেন স্বয়ং শ্রীকৃষ্ণের দান
ত্রিভুবনের আশ্চর্য শিখা।