কলমেঃ দেবিকা রানী হালদার।
টিউলিপের লাল পাঁপড়ি তে বসতে ইচ্ছে হয়
ডলারের নীল পানীয়র গ্লাসে চুমুক দেয়া অন্যায়,
হে যুবক, ভণ্ডামির মুখোশে কেন রাজনীতির নর্দমায়
উঠে এসো, এটা তোমার জন্য বড় অসময়!
দেশ-জাতি যাচ্ছে আজ ক্লান্তির অস্তাচলে
শ্বেতবিবর ক্লেশে ডুবে অথৈ সাগর তলে,
তোমরা যুবক এগিয়ে এসো যুদ্ধে যাওয়ার তোমার সময়
তুমি-আমি দেশ, যাচ্ছে ঘুমায় পড়ে বড় কমায়!
যাচ্ছে চলে পৌষালি দিন শৈত্য প্রবাহের ঢলে
বস্ত্রহীন সহস্র টোকাই লুঙ্গি গায়ে টেনে সিমেন্ট রোড নিদ্রায় পড়ছে টলে,
কে দেবে তাদের কাঁথা কম্বল শীতবস্ত্র ক্ষমতার মসনদে কারা?
ধর্মধ্বজী সব মিথ্যের বেসাতি মাথায়, দেবে কি সাড়া তারা?
যে লাউ সেই কদু, লুটপাট সরকারি সম্পদে বিলাসিতা
আগে মন্ত্রীরা চড়তো গাড়ি এখন হেলিকপ্টার যথা তথা!
ধর্মে ধোকার আফিমে নেশায় মানুষ আজ বুদ
এই মানুষ একদিন হিসাব নিবে গুনে, আসল সহ সুদ!