মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
ইচ্ছে হয় সূর্য উঠে,
ইচ্ছে হয় ডুবে।
ইচ্ছে হয় সকাল বেলা,
ইচ্ছে সন্ধ্যা বেলা।
ইচ্ছে হয় রোদ ঝিলমিল,
ইচ্ছে হয় আলো।
ইচ্ছে হয় আঁধার আসে,
ইচ্ছে হয় কালো।
ইচ্ছে হয় চন্দ্র উঠে,
ইচ্ছে হয় তারা।
ইচ্ছে হয় মিটি মিটি,
জ্বলে জোনাকিরা।
ইচ্ছে হয় শীত আসে,
ইচ্ছে হয় গরম।
ইচ্ছে হয় ঝড় আসে,
ইচ্ছে হয় তুফান।
ইচ্ছে হয় পাখিরা উড়ে
নীল আকাশের তলে।
ইচ্ছে হয় মেগেরা ভেসে,
মনের কথা যায় বলে।
ইচ্ছে হয় নদীর বুকে
নৌকা বায় মাঝি।
ইচ্ছে হয় আপন মনে,
উড়ে যায় প্রজাপতি।
ইচ্ছে হয় মানুষ আসে,
এই ধরনীর বুকে।
ইচ্ছে হয় সব মানুষেরা,
থাকুক অতি সুখে।