কলমেঃ মো: লিটন হাসান জয়
ইব্রাহিম নামের এক ছেলে
ছিলো এক জনের ঘরে,
হঠাট একদিন খবর এলো
সে নাকি গেছে মরে।
কান্নার ঢল নেমে এসেছে
তাদের সুখি পরিবারে,
এমন ঘটনা ঘটেছে
যাই না ভোলা তারে।
নিস্পাপ এই শিশু কি ছিলো
তার এই অপরাধ,
বাবা- মায়ের বুক খালি করে
কেরে নিলে প্রণের সাধ।
চিৎকার দিয়ে কেঁদে ছিলো
ছারেনি অই পাষন্ড,
হুংকার দিয়ে বলে ছিলো
আজ তোরে করবো খন্ড খন্ড।
কি ছিলো আমার অপরাধ
বয়স ছিলো সাত কি আট,
মা বলে একবারও কাঁদতে পারিনি
এটাই আছিলো আমার অপরাধ।
পাষন্ড খুনি বুলবুল
কেনো মারলি বল,
কে মুসবে আমার মায়ের
দু " চোখের জল।
ইব্রাহিম বাবু কান্না যে
এখন নিত্য তোমার ঘরে,
তোমার বিরহে বাবা সোনা
শোকের মাতন করে।