বাঁকা চাঁদে ঈদের হাসি
নতুন জামা সবাই খুশি।
ঈদের আমেজ সবার সাথে
সেমাই পায়েস সবার পাতে।
নামাজ শেষে কোলাকুলি
ঈদ সেলামি গোণাগুনি
ঈদের উঠোন খুশি ভারী
কোর্মা পোলাও রান্না সারি
ধনী গরিব সবার কাছে
ঈদ মানে খুশির ভেলা
ঈদ মেলা নাগরদোলা
আনন্দে তাই কাটে বেলা।
ভাই বন্ধু আত্মীয় স্বজন
সবার সাথে ঈদের মিলন
ঈদের খুশি লাগুক প্রাণে
খুশির জোয়ার সবার মনে।