কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
ঈদ আসলে কিছু মানুষের
কষ্ট বাড়ে দ্বিগুণ।
কষ্টে তাদের জীবনটা হয়,
জ্বলে পুড়ে আগুন।
ঈদের খরচ জোগান দিতে
খায় তাঁরা হিমশিম।
অর্থাভাবে গভীর চিন্তায়,
মাথা ঘোরে ঝিমঝিম।
ঈদ মার্কেট নতুন জামা,
ছেলে মেয়েরা চায়।
গরীর বাবা নতুন জামা,
কিনে দিতে না পায়।
ঈদ আসলে বাড়তি খরচ,
কতো কিছু হয়।
এ সব ছাড়া ঈদের স্বাদ,
খুশি হবার নয়।
পাশের বাড়ির রহিম করিম,
পড়ছে নতুন জামা।
বলছে বাবা আমরা গরীব,
ওসব পড়তে মানা।
ঈদের দিন ধনীরা খাবে,
হরেক রকম খাবার।
কোরমা পোলাও মাছ মাংস,
খেয়ে ফেলে সাবার।
ঈদের খুশি গরীব মানুষের
স্বপ্ন থেকে যায়।
ডাল সবজি আলু ভর্তা,
যা পায় তাই খায়।