ঈদের খুশির কথা বলবো কিরে ভাই!
স্যাটেলাইটের যুগে ‘ চাঁদ ‘
দেখার ফুলসুরত যে নাই।
চারিদিকে শুধু ডিবাইস,
আর ডিবাইস এর তারকা রাশি!
বাদ্যযন্ত্রের মূর্ছনায় মুগ্ধ জগৎবাসী।
ঈদের খুশি, ঈদের খুশি ,
ঘরে ঘরে ছিলো কত বাহারি মেহমানদারী!
এই স্যাটেলাইটের যুগে,
বাহারি রসনার স্বাদ মোবাইলের মাঝে।
মধ্য বয়সীরা ঢুলু ঢুলু দেহে
রমজানের ঐ রোজার শেষে…
এলো খুশির ঈদ,
আপনাকে আজ বিলিয়ে দিতে,
গানের তালে তালে,
হৃদয়টাকে সতেজ রাখার তাগিদে ছুটে চলে।