মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
রোজার শেষে নীল আকাশে,
উঠলো খুশির চাঁদ।
পাড়া গায়ের খোকা খুকু
নিচ্ছে ঈদের স্বাদ।
ঈদের দিন সকাল বেলায়,
সূর্য যখন উঠে।
সূর্যের আলোয় ফুল বাগিচায়
নানান ফুল ফুটে।
ছোট ছোট ছেলে মেয়ে,
যারা পড়ার সহপাঠী।
একসাথে বেড়াই ঘুরে
গরীব দুঃখী অনাথ এতিম,
যার মোদের সাথে।
ঈদের খুশি দেই বিলিয়ে,
দুঃখ ভুলে যায় য়াতে।
ঈদের খুশি নাই ভেদাভেদ,
নাই অহংকার কোনো।
ধনী গরিব ফকির আমির,
দাঁড়াই এককারে যেন।
ঈদের স্বাদ ঈদের চাঁদ,
লাগছে অনেক ভালো.।
ঈদের খুশি ঈদের চাঁদ,
জ্বালায় দারুণ আলো।