কলমেঃ সাহেলা সার্মিন
পবিত্র রমজান শেষে
ঈদ উল ফিতর এলো হেসে।
মনে প্রাণে খুশির নাচন
উচ্ছ্বাসে যুবার মন উচাটন।
ঘরে-ঘরে ফিরনি সেমাই
খোকা- খুকুর খুশিতে ঘুম কামাই।
ঈদের জামাতে ধনী-গরিব
একসাথে সব হয় যে শরীক।
নতুন জামায় খোশবু ওড়ে
কেউ পড়ে হায় সেলাই করে!
দু’হাত ভরে এসো বিলিয়ে দেই
ঈদের এ আনন্দ ভাগ করে নিই।
সবার খুশিতে আল্লাহ খুশি
ঈদের আনন্দ হবে বেশি বেশি।