কলমেঃ তুষার আহমেদ
ঈদ মানে খুশির জোয়ার,
সবার মুখে হাসির বাহার।
নতুন পোশাক, নতুন আশা,
প্রাণ ভরে মনের ভাষা।
ঈদের সকালে রোদ ঝলমলে,
দোয়া মাখা মনটা ভরে।
সালাম, কোলাকুলি, ভালোবাসা,
ভুলে যাই যত অভিমান ভাসা।
সুন্দর সাজে রঙিন শহর,
আনন্দে ভরে ছোট বড়।
সেমাই-পায়েস মিষ্টির হাট,
ভালোবাসা ছড়ায় শতপথ।
ঈদ মানে শুধু উপহার নয়,
ভালোবাসায় গড়া পরিচয়।
আসুক ঈদ বারবার,
হাসি খুশি থাকুক সবার।
নিশ্ছিদ্র খুশির আবেশে
ঈদ এলো রঙের দেশে।
আকাশ জুড়ে চাঁদের আলো,
হৃদয়ে বাজে আনন্দের পালো।
সকালে মাখি সুগন্ধি হাসি,
মায়ার ছোঁয়ায় কাটে উল্লাসি।
নতুন পোশাক, হৃদয়ে ধন,
ভালোবাসায় মোড়া আপনজন।
সেমাই-পায়েস মিষ্টিমুখ,
আনন্দেতে ভরে প্রতিটি সুখ।
হাত ধরে চলি পাশাপাশি,
ভুলে যাই যত দুঃখ-উদ্বাসি।
ঈদ মানে দয়া-স্নেহের ধারা,
ভালোবাসা ছড়াক সবার তারা।
আসুক ঈদ হৃদয় জুড়ে,
আনন্দ থাকুক সুখের সুরে!