মোঃ আহসান কবির রিজওয়ান
ধনী-গরিব মিলেমিশে আনন্দ করি রোজার শেষে,
চাঁদ দিয়েছে ঈদের আভাস
বয়ে আনুক শান্তির সুভাস।
ঈদগাহ মাঠে যাব মোরা খোদার কাছে প্রর্থনা করতে,
সবার সাথে করব কোলাকুলি ঈদের খুশিতে।
স্বাদ জাগেছে ঈদের দিনে খাব কত কী,
ঘুরতে যাব কোথায় কোথায় অগ্রিম ভেবে রাখি।
নয়া/পরিষ্কার জামা-কাপড়ের করব পরিধান,
নানার বাড়ি গিয়ে নানা সাথে গাইব ঈদের গান।
ঈদের দিনে বানায় নানি মজার মজার পিঠে,
মামা আনে কত সদাই সুখ মাখানো আছে তাতে।
স্কুল মাঠে হবে মন মাতানো কত অনুষ্ঠান,
পাড়ার ছেলেরা বলবে আমায় চল ফুটবল খেলি তুফান।
খালারাও আসবে শহর থেকে গ্রামের বাড়ি,
মামা, আমি, খালাতো ভাই আরো কজন মিলে খেলব রাত্রি বেলা লুকোচুরি।