কলমেঃ বেলায়েত বাদল
==============
অন্ধের দেশে আয়না বিক্রি, বধিরের দেশে ঢোল,
বোবাদের দেশে মাইক বিক্রি, দাঁত নাই দেশে গুল।
পাহাড়ের দেশে নদী বিক্রি, জঙ্গলের দেশে গাছ,
উজানের দেশে ভাটিয়ালী গান, নিরামিষ দেশে মাছ।
বোকাদের দেশে বই বিক্রি, আঁধারের দেশে কুপি,
সৌদিতে কর ধুতি বিক্রি, নাঙ্গার দেশে টুপি।
সাম্যের দেশে সাম্প্রদায়িক, গোয়ালার দেশে ননী,
ছাত্রের দেশে স্বৈরতন্ত্র, টাকু দেশে চিরুনী।
ফকিরের দেশে হীরা বিক্রি, বন্যার দেশে জল,
সর্পের দেশে বিষ বিক্রি, ল্যাংড়ার দেশে বল।
সত্যের দেশে মিথ্যা বিক্রি, কামার দোকানে কোরান,
কৃপণের কাছে অনুদান চাও বামনের কাছে চাঁন।
কুয়েতে কর তেল বিক্রি, জার্মানে ভেকু, লরি,
আমেরিকাতে গম বিক্রি, জাপানে বিক্রি ঘড়ি।
প্রেম নাই জনে ফুল বিক্রি, পাষানে চোখের পানি,
পাত্রের দেশে বর বিক্রি, মূর্খর দেশে বানী।
রাজশাহীতে আম বিক্রি, নরসিংদীতে কলা,
বরিশালে বেচো তরমুজ তুমি সিলেটেযে কমলা।
লেখাপড়া ছাড়া ডিগ্রি নিতে সকলেই মশগুল,
চোরদের দেশে চোরাই মালের বিক্রি হুলোস্থুল!
পৌষ মাঘে বেচো সেন্ডো গেঞ্জি, জৈষ্ঠ্যেতে কম্বল,
উল্টা ব্যবসার ফলটা শুন্য, সকলি ভুল, বাদল।