কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
এত গভীর প্রণয়নের কোঁথা ছিলো আলগা বাঁধন
দু’দিকে দুজনের পথ বেঁকে করছি রোদন,
কেন থাকা গেলো না এক সাথে সারা জীবন
কেন কোন অপরাধে, কি ভুলে হোলো এমন?
যেত ভুলবোঝাবুঝি মানঅভিমান, একটা সমাধান
এত অশান্তি অবহেলা দিন-রাত শুধুই অপমান!
যদি ভালোবেসে নামটা হৃদয়ে না যায় লেখা
সব ভালো বাসার পরিনতি দেখে না যায় শেখা?
বলেছিলাম, হাতটা ছেড়ো না বড্ড ভালোবাসি
সেদিন কি ছিলো তব মনে, শুনে কি দিয়েছিলে হাসি?
সমস্ত পরিবারের দায়দায়িত্ব কাঁধে নিলাম —
অফিস ঘর তোমার আত্মীয়স্বজন সব সামলালাম,
কি পেলাম?
তোমার রেশন বাটোয়ারা হয়নি কোন কমতি
করলাম কত অনুরোধ অনুনয়-বিনয় মিনতি,
আসলে তুমি দ্বিতীয় বার জড়ালে, কারো ভালোবাসায়
তা না হলে এমন শান্তির সংসার কারো হয়, এমন মরুময়?
যদি আজ বলি নির্দ্বিধায়, তুমি বহুগামী এক পুরুষ
তোমার থাকতো না কোন হুশ তখন, যখন পরিচয় করাতাম কোন মেয়ে মানুষ!
তুমি সম্পর্ক গড়ে ফেলতে, আমার অজান্তে —
আমার সরল বিশ্বাস, ভালোবাসার বন্ধন তুমি ভাঙ্গতে!
বুঝলাম বড় দেরি করে, জীবনে বেশী কিছু আশা করা ভুল
তোমার কোলে মাথা রেখে মরবো, আজ তোমাকে খুঁজতে নাকাল,পাইনা কূল?
তোমার চরিত্র, মানসিকতা প্রশান্ত মহাসাগর তলদেশ
আমি অপারগ, অসমর্থ, চলতে একসাথ, এই হয়েছে বেশ!