কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
ক্লান্ত চাঁদ আলো দিতে দিতে অস্ত গেছে
আমার সারাটা জীবন দেয়া শ্রম গেছে মিছে,
যেমন কাঠের উনুন রান্নার পর মূল্যহীন
আমি তেমনি বুক অগ্নিতে ঝলসে মলিন!
হঠাৎ মেঘাবৃত চাঁদ সরে ক্ষণিক আলোর ঝলক
দেখেছি তোমার আনন, গ্রীবা, স্ফীত উর, একপলক!
তুমি বকুল গাছের ছায়ায় মিশে দাড়ালে
আবার ক্ষপা নাথ ঢেকে গেলো নভেম্বরের আড়ালে!
আজ-ও আমার দু’চোখ জুড়ে সে রাতের স্মৃতি
সংসার পেতে হ'য়ে গেলাম অস্পর্শবিমূর্ত অতিথি!
আত্মধ্বংসী তুমি, স্বার্থপর অখিলে কেউ কারো নয়
মহাশ্বেতা সুস্মিতা কোন নারী এমন খান্ডানী কেন হয়?
বুক ভাঙ্গে, ভেঙ্গে যায় পাঁজরের হাড়
বিনাশী স্বভাবের কাছে মেনে নিলাম জীবনের হার!
নিজেই পুড়িয়ে দিলে ভালোবাসা, সংসার, নিজ ঘরদোর
জীবন দীর্ঘ পথে কভু হলো না নিশি শেষে ভোর!
ঝর্নার মত জীবনের ফোয়ারার প্রবাহিত দুঃখ,
পীড়িত ললাটে অনশ্বর মর্মযন্ত্রণা হৃদয় বড় রুক্ষ!
চেয়েছিলাম ভালোবাসা, অচ্ছুৎ দুঃখে নিদ্রাহীন রাত চাইনি -
ভালোবেসে উদধির পাড়ে সোনার থালার মত সূর্য ওঠার দেখা পাইনি!