কলমেঃ রওশন রোজী
হেমন্তের সকালে কোকিলের গানে
যে বৃষ্টি প্রফুল্ল আনবে মনে।
দেহে আনে বল, মনে আনবে শান্তি
অশান্তি কে করবে পরিহাস।
পুষ্প বৃষ্টি চাই
চারিদিকে ফুলের সুবাস ছড়িয়ে
ভালোবাসায় সিক্ত হয়ে আলিঙ্গিত হবে প্রাণ
কষ্ট গুলো ভুলে হাসিতে ভরে যাবে মন।
পুষ্পে পুষ্পে ভরে যাবে উদ্যান
নব রুপে আবির্ভূত হবে পুষ্পবর্ষণ।
হেমন্তের হাওয়ায় দোলবে সবুজ পাতা
বৃক্ষগুলোর রঙিন ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস।
ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
বৃষ্টিস্নাত ঘটবে সবুজের সমারোহ প্রকৃতিকে করবে
মনো মুগ্ধকর।
পাতায় পাতায় ঘটবে মধুর মিলন।
নতুন ধানে ভরে যাবে কৃষকের গোলা
ঘরে ঘরে আনন্দ বৃষ্টি বয়ে যাবে
ধানের শিষগুলো হাসি দিয়ে
আমন্ত্রণ জানাবে কৃষককে।
নীল আকাশ টা নীলাভ ছড়িয়ে
কালো মেঘ কে করবে দূর।
হাসির ফোয়ারা ছিটিয়ে
বর্ষাকে করবে বিদায়।
এমন বৃষ্টি চাই।