কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমি 'বাবা', হতে পারি গরীব
হতে পারি কামার কুমার, জেলে মুচি,
আমি ভালবাসি সন্তানকে মনে প্রানে
দিতে পারি জীবন অকাতরে যাচি!
আমি হতে পারি রিকশা ভ্যানওয়ালা
হতে পারি আমি মুটে-মজুর, সুইপার
বাবার ভালবাসা রাজা-প্রজা ধনী-গরিব সমান
ভালবাসার গভীরতা জানেন শুধু অখিলে সেই 'অজর'!
হাতের আঙুল ধরে শিখিয়েছি হাঁটতে
পেটের অন্ন যোগাতে করেছি সৎ-অসৎ কর্ম,
মাথার ঘাম পায়ে ফেলে যুগিয়েছি শিক্ষার অর্থ
শত্রুর আঘাত থেকে বাঁচাতে দাঁড়াই হয়ে বর্ম!
সন্তানের জন্য পার হতে পারি
পাঁচ মাইল উঁচু এভারেস্ট শৃঙ্গ,
'ডেমো সেল ক্রেন' পাখীর মত পারি উড়তে
পঞ্চাশ হাজার মাইল অতিক্রম উপাঙ্গ!
অসুস্থ সন্তান কোলে নিয়ে হেঁটেছি মাইল দশ
ছুটেছি ডাক্তারের বাড়ী নিঝুম নিশিত গাঁয়ের পথ,
সারা বিভাবরী জেগেছি শিয়রে তার
বিছানায় এলিয়ে দেয়নি গা, হইনি কাত!
একই কথা শতবার জিজ্ঞেস করেছো তুমি
কেন কাক কালো, কেন সাদা বক, কেন বল গোল?
হইনি বিরক্ত, বার বার দিয়েছি জবাব করে আদর
ক্লান্তিহীন প্রশ্ন-উত্তর করেছি বকবক,
আজ আমি সত্তুর ঊর্ধ বৃদ্ধ, কর্ণ বধির প্রায়
দ্বিতীয়বার জিজ্ঞাস করলে দাও ধমক, করোনা 'কদর'!