মোরা সবাই বাঙালি
তাই সবাই বলি
মস্ত বড় বীর,
দশের শত্রু বিনাশ করতে
সদা মোরা প্রস্তুত।
মোরা নবীন, মোরা তরুণ
মোরাই সর্বসেরা,
লাঠির আঘাতে ভাঙবো
শত্রু বাড়ির বেড়া।
যারা মানুষের মুখের ভাত
কেড়ে নিয়ে করে আত্মসাৎ,
মোদের হাতেই লেখা আছে
তাদেরি সর্বনাশ।
সংগ্রামী আর সাহসীরাই
মোদের শক্তির সাথে।
পার পাবি না আজকে তোরা
অমানুষের দল,
লড়ব মোরা তোদের সাথে
বলবি কি আর বল?