কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমি যখন জন্ম নিলাম
বাবা হলেন রাগ!
অন্য ঘরে বিছানা পেতে
সংসার করলেন ভাগ!
মেয়ে জন্মায় অনেক যাতনা
সইতে হলো মার!
মেয়ে হওয়ার দায়ভার
ঘাড়ে পড়লো তার!
ঢেঁকি ভানা জাল টানা
সব কাজ করে মায়,
জমি থেকে ফিরে বাবা
দিনরাত ঘুমায়!
যত কষ্ট করুক মা
অপরাধ নাই ক্ষমা,
তালাক দিলো বাবা তাকে
রাগ ছিলো তার জমা!
গ্রাম সালিসি সবাই বললো
সন্তান পাবে বাপে!
সন্তান হারা মা এখন
ভাইয়ের বাড়ী থাকে!
মায়ের মত নারী হতে
স্বপ্ন দেখি রোজ!
মায়ের একটু আদর পেতে
নিত্য করি খোঁজ!
আমার থেকে মা এখন
থাকে অনেক দূরে!
সদা তবু মা থাকে
আমার হৃদয় জুড়ে!
দুনিয়া যখন ঘুমিয়ে থাকে
মায়ের চোখে পানি!
কেমন আছে মেয়েরা তার
চিনা, মিনা, তানি ?
সবার কথা ভেবে ভেবে
পার করে দেয় রাত!
ভোর বেলা নামাজ শেষে
উর্ধ্বে তোলে হাত!
একদিন নারী দিবস
পালনে কি লাভ!
সারা বছর নরের শাসন
নারীর অভিশাপ!