কলমেঃ তুষার আহমেদ
একসময় ভেবেছিলাম,
মানুষের ভিড়েই সুখের ঠিকানা,
ভেবেছিলাম—
কাছের মানেই নির্ভরতার হাতছানি।
কিন্তু সময় শিখিয়েছে,
ভিড়ের মাঝে হারিয়ে যায় পরিচয়,
নিঃস্বার্থ ভালোবাসার মুখোশের আড়ালে
লুকিয়ে থাকে স্বার্থপরতার ছায়া।
যাদের একদিন বলেছি ‘আমার’,
তারা শিখিয়েছে,
কাছের মানুষও হতে পারে সবচেয়ে পর।
ভালোবাসার প্রতিদানে
কখনো মেলে অভিমান,
আবার কখনো নিঃশব্দ বিদায়।
তাই আজ আর অভিযোগ নেই,
নেই আর কারো কাছে ফেরার ইচ্ছে।
একাকীত্বই আমার আপন হয়েছে,
নিরবে কথা বলে রাতের নক্ষত্রের সাথে।
এখন আমি আর কারো নয়,
শুধু নিজের।
একাকীত্বের আঁচলে গুটিয়ে নিয়ে
আঁকি কবিতার শব্দ—
যেখানে আমি, আমার অনুভূতি,
আর কিছু নিরব অভিমান।