কলমেঃ সাহেলা সার্মিন
পাহাড়ের কোল ঘেঁষা প্রকৃতির কাছাকাছি
সিলেটে আমি আছি,
একাকী নিঃসঙ্গ জীবনে বড় উপাদেয় ভাবি
ভেবেছিলাম ভুলে যাবো সবি।
ভোলা হলো না তোমায়
একাকীত্ব আরো বেশি করে ভাবায়,
তোমার সেই বকুল ঝরা সুগন্ধি হাসি
বড় বড় চোখের কালো তারা এখনো হয়নি বাসি।
সেই চিরকুট গুলো এখনো আছে বাক্সবন্দি
গভীর রাতে বিছানায় মেলে করি সন্ধি!
'প্রিয়' শব্দটি বুকের মধ্যে চেপে ধরে রাখি
সুগন্ধি অক্ষরে বন্ধ করতে পারিনা আঁখি!
বয়ে চলা ঝর্ণার কলকল ধ্বনি
তোমার পায়েলের আওয়াজ শুনি,
সন্ধ্যা বেলায় নীড়ে ফেরা পাখির চঞ্চুতে চঞ্চু ঘষা
অধির আকুল হই তোমার অধরের তৃষা!
তোমার স্মৃতির অস্তিত্ব জুড়ে বিষ্ময় লাগে
বাহু বন্ধনে একবার পাওয়ার বড় সাধ জাগে!