কলমেঃ শায়লা আহমেদ
কি আমার সুখের কারণ কতটা বলা বারণ
ঠিক কি ছিল হৃদয়ের গহীনে কি’বা মানে,
গল্প যতো লুক্কায়িত কষ্টের সকল কারণ
কতটা সুখী আমি খোলা জানালা টা জানে।
নীল দিগন্তের এপাশ ওপাশ কত স্বপ্ন আঁকা
মেঘলা আকাশ পানে দুঃখের ভেলায় ভাসি,
ক্লান্ত হলে বৃষ্টির জলে চোখের জল পড়ে ঢাকা
চাঁদনীরাতে নিজেকে খুঁজি মুখে ফোটে হাসি।
সবুজের সমারোহ আমার বেশ ভালো লাগে
রক্ত করবীফুল জানে আমার হৃদয়ে ক্ষত চিহ্ন
এমনটা হবে বুঝতে পারিনি হয়তো এর আগে
রক্তে মাংসে গড়া এই আমি নইতো কিছু ভিন্ন।
পাহাড়ের বিশালতা ঝর্ণার ছুটে চলা লাগে বেশ
পাখিদের নীড়ে ফেরার দৃশ্যটা এক দৃষ্টিতে দেখি,
আমার অন্তর দহন হওয়ার নয়তো কভু শেষ
সকলের সবটা দেখে নিজেকে লাগে মেকি।