কলমেঃ কামনা ইসলাম
কবিতা লিখতে ভালোলাগে আমার
পড়তেও বেশ তাই,
কবিতার মতো জীবনকে আবার নতুন করে সাজাতে চাই।
ছোট্ট ছোট্ট শব্দের ছন্দে
কতোমুধুর ছোঁয়া ভাসে,
কতো গল্প, কতো কথা
কবিতারা নিয়ে আসে।
নয়নের জলে ভেসে ভেসে চলে
নীল আকাশে আবার উড়ে,
নরম কোমল শুভ্রতা নিয়ে
মাটিতে লুটিয়ে পড়ে।
এলোমেলো চুলে কখনও আবার
পর্বত মালার দেশে,
কখনও আবার ফিরে আসে সে
ফকির মুসাফির বেশে।
শয্যাশায়ী বুড়ো বুড়ির মতো
কখনও কখনও চলে,
কখনও আবার নববধূবেশে
বাসর সাজায় ফুলে।
মনের মতো মনকে সাজিয়ে
কবিতায় রূপ দিবো,
দিবাতে নিশিতে মনে ঘরে
কবির কবিতা হয়ে রবো।।