কলমেঃ সাহেলা সার্মিন
তোমার অবারিত মনের কোনে
পুঞ্জিভূত প্রণয় যতো,
বসন্তের রূপ লাবণ্যে ভরা ধরা মাঝে
উপমায় আর সাজাবে কতো?
তোমার কাব্য কথার ভাঁজে ভাঁজে
আহত প্রেম সব প্রণয় খোঁজে,
সারে সারে ন্যাড়া বৃক্ষরাজি
পুস্পে শোভিত আজ নানা সাজে।
চক্ষে নেশা ধরে আজ বসন্তের রূপ লাবণ্যে
সে রূপ ঢালো তুমি কান্তিমতির রাঙ্গা চরণে,
নয়নাভিরাম সবুজ অরণ্যে হাতছানি দেয় পুস্পমঞ্জুরী
দক্ষিণা মলয়ে উড়ে উড়ে চলে কুলবালা আঁচল নারি।
পায়ে পায়ে হাঁটো তুমি চোখে চোখে রাখো তারে
তার শঙ্খ পদ শব্দখানি গেঁথে রাখো অন্তরে,
রিক্সায়,স্টেশনে,পার্কে কিংবা কলেজ চত্বরে
ললনার রাঙা ঠোঁটে শিমুল ফুল হাসে।
মন কাড়ে তাদের বাহারি রঙের সাজের মুকুরে
হাসি আনন্দে মাতিয়ে তোলে আসমানী আসরে,
কবির কাব্যে ধরা পড়ে তাদের চোরা দৃষ্টি
এভাবেই হয় কত কবির কবিতার সৃষ্টি।