কলমেঃ সাহেলা সার্মিন
---------------------------
বিশ্ব জুড়ে আছ তুমি
আছ মন অঙ্গে,
তবুও আমি খুঁজে বেড়াই
বিশাল এ বঙ্গে।
ঘুরি-ফিরি দিবানিশি
যখন যেথায় যাই,
শূন্য হৃদয় হু হু করে
কোথাও খুঁজে না পাই।
একলা সময় যখন কাটাই
নিরিবিলি ভূমে,
তোমার অস্তিত্বে মাখামাখি
ওষ্ঠ যাও চুমে।
নাইবা হলে আমার তুমি
নাইবা থাকো কাছে,
কল্পনা একলা আমার
একটুও নয় মিছে।
তুমি আছ বিশ্ব জুড়ে
দাঁড়াই যদি গবাক্ষে,
আকাশের ঐ জ্যোৎস্না হয়ে
শীতল করো বক্ষে।
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
উতলা করো মন,
জানি তুমি অনেক দূরে
আমার মনে এখন।
গোধূলি বেলায় মিষ্টি হাওয়ায়
করতে গেলে হাটাহাটি,
তোমার হাতের মুষ্টি জুড়ে
আমার আঙুল ক'টি।
বাতাস জুড়ে মিষ্টি সুরে
তোমার কণ্ঠ বাজে,
তাইতো এ মন কল্পলোকে
সাজে নতুন সাজে।
যাও ভুলে যাও যতো পারো
আমার আছে কল্পনা,
পিষে মারো যতোই আরো
এ মন থেকে মুছবে না।