কলমেঃ আইরিন সুলতানা লিপি।
কাঁপছে গরীব বুড়ো-বুড়ি
কি যে ভীষণ শীত,
শরীর কাঁপে হাঁটু কাঁপে
দাঁতের ঠক ঠক গীত।
মানুষ মাত্রই নামের আপন
আসল সবে পর,
তুমি থাকো অট্টালিকায়
আমার খড়ের ঘর।
রক্তমাংস একই রকম
তবু তফাৎ ভাই,
গিজার হিটার তোমার ঘরে
আমার বেড়া নাই।
হরেক রকম শীতের পোশাক
ফ্যাশন কর তায়,
নাইতো আমার গরম কাপড়
ছালায় বায়ু বায়।
পথেঘাটে পলিথিনে
গাছের তলে নীড়,
খাট তোষকের বালাই নাইরে
ইটে রাখি শির।
তোমরা যদি বাড়াও দু’হাত
বাঁচে মোদের প্রাণ,
সমাজেতে ধনী সকল
গরিব তরে দান।