কলমেঃ রিপন শিকদার
এই নিশি রাইতে
তোমাকে কাছে পাইতে
মন করে আনচান
শরীলে কাপন ধরেছে।
উষ্ণ স্পর্শ চাই একান্তে
বয়েছে হিমের বাতাস
কুয়াশায় ঢাকা দেশটা
এভাবে আর কত থাকিব একা।
তুমি পাষাণ হৃদয়ের লোক
আমার মনের বাসনা বুঝনা
একাকিত্বের দহন জ্বালা
মনেতে আসে কামনা।
দেহে দুলছে যৌবন তরঙ্গ
আজ আমায় দিবে কি
এক সূর্যের উষ্ণতা
এই নিশি রাইতে।