কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
ভোর হয়েছে,
পাখী ডেকেছে;
সূর্য উঠেছে।
ভোরের বাতাসে,
তনুমন শীতল আজি;
শীত যে এসেছে ভারী।
ভোরের সূর্য,
কিরন ছেড়েছে;
কৃষক যাচ্ছে ক্ষেতে।
কাজে সবাই ব্যতিব্যস্ত,
ফসল বুনতে হবে;
তাই ছুটে ক্ষেত-খামারে।
ছোট্ট ছেলেমেয়েরা,
ডানকিনি মাছ ধরতে;
বিল-তুফানে চলে।
কৃষকেরা কাজের শেষে,
বাড়ী আসে ফিরে;
খাবারের তরে।
আবার ছুটে কাজের তরে,
কাজ আছে অনেক;
সাঁঝের সময় আসে ফিরে।
ক্লান্ত দেহে ঘুমিয়ে তারা পড়ে,
ভোরে আবার যেতে হবে;
কাজের তরে।