কলমেঃ গোলাম সরোয়ার খান
==================
আমি তোমার কবিতা হবো
থাকব তব ছন্দে,
কাব্য কথার মালা গেঁথে
পড়ব হাসি আনন্দে।
আমি বিশাল আকাশ হবো
তুমি হবে তারা,
দূর আকাশে জ্বলবে তুমি
দেখব আলোক ধারা।
আমি মহা সাগর হবো
তুমি হবে ঢেউ,
তীরে এসে আছড়ে পড়বে
দেখব সেই ভিউ।
আমি ফকির বয়াতি হবো
লোকগীতি গান গেয়ে,
তোমার হাতে হাত মিলাব
দোতারা টি নিয়ে।
আমি তোমার পৃথিবী হবো
তুমি হবে চাঁদ,
তোমার গুণের জোছনায়
ঘুচাব অপবাদ।
পাহাড় চূড়ায় ঘর বাঁধিবো
কাব্য করবো সাধন,
কাব্যের আঁতুড় ঘর হবো গো
খুলবে না আর বাঁধন।