কলমেঃ গোলাম সরোয়ার খান
কারে বলো নষ্টা মেয়ে ?
যে মেয়েটা কাজ শেষে
আঁধার রাতে ঘরে ফেরে!
রাত জেগে ডিউটি করে
সংসারের হাল ধরে!
বেকার স্বামী ঘরে রেখে
পরের গাড়ির স্টিয়ারিং ধরে!
রিকশার হ্যান্ডেল ধরে,
দুই পায়ে প্যাডেল মারে !
সন্তান পিঠে বেঁধে নিয়ে
ইট ভাটায় কাজ করে!
কাঁদার মধ্যে হাটু গেড়ে
ধানের চারা রোপণ করে!
দেশ বিদেশে পুরুষের পাশে বসে
অফিস কারখানায় চাকরি করে !
রেমিট্যান্স যোদ্ধা হয়ে দেশের জন্য
বৈদেশিক মুদ্রা আনে !
প্রায় সকল কাজেই মেয়েরা যুক্ত আছে
কুলি থেকে শুরু করে নভোচারী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
চাকরানীর কাজ করে সন্তান পালন করছে,
স্বামী রেখে চলে গেলেও সন্তান কি ছেড়ে যাচ্ছে?
নারীর ইজ্জত হরণ করছে
নষ্ট কিছু পুরুষে,
তারাই আবার শাসন করছে
ভন্ড সাধুর বেশে।
সেই পুরুষেই বিচার করে
নারীর গায়ে দোররা মেরে,
অশ্লীল ভিডিও করে
ফেসবুকে তা দিচ্ছে ছেড়ে।
নারী মাতা নারী ভগ্নি,
নারীই আবার জীবন সঙ্গিনী,
কন্যা হয়ে বাবা ডেকে
এনে দিচ্ছে স্বর্গের শান্তি।
নারী পুরুষ মিলেমিশে
কলুষ মুক্ত সমাজ গড়ে,
এসো আমরা পুরুষেরা
গর্জে উঠি নারীর তরে।