কলমেঃ জামাল আহমেদ
কালো বলে আমায় কেন
করছো হেলা ভাই?
কালো কিংবা ফর্সা হওয়ায়
আমার তো হাত নাই!
সামর্থ থাকলে কি আর
কালো হতাম এত?
চেহারা তো বানায় আল্লা
তাঁরই ইচ্ছামত।
কালো বলে তুচ্ছ যদি
করো গো আমায়,
তাহলে তা আমাকে নয়
রব কে করা হয়।
আমি তো আর কারিগর নই
তাহার তৈরি পণ্য,
দোষ গুণ বা নিন্দা সাবাস
সবই তাহার জন্য।
সৃষ্টিতে নয় স্রষ্টার কাঁধে
ভালো মন্দের দায়,
যদি মানুষেরে তুচ্ছ কর
লাগে আল্লার গায়।
যাহার হাতে জগৎ সৃষ্টি,
সৃষ্টি অন্ত আদি,
তাহার কাছে সবাই সমান
তিনি সাম্যবাদী।
বিশ্বলোকে কেউ বা ফকির
কেউ বা ধনবান,
কেউ বা খুব ভালো মানুষ
কেউ বা শয়তান।
কেউ বা কালো কেউ বা খাট
কারো গঠন মন্দ,
মন্দ ভালো নিয়ে তোদের
কিসের এতো দ্বন্দ্ব?
ধনীরা আজ সমাদৃত
তুচ্ছ গরিব লোক,
রবের কাছে সবাই সমান
যে যেমনই হোক।
সাম্যবাদী আল্লা রবি
সমান সবার তরে,
সবারে দেন সমান আলো
তাপ ও সমান করে।
তাঁদের দেওয়া বায়ুর মাঝেও
সাম্যের সুর শুনি,
নিঃশ্বাস নেয় ভেদাভেদহীন
গরীব এবং ধনী।
তাইতো প্রভু বলেছেন যে,
স্বর্গে যেতে হলে।
শুধু মানুষেরে ভালোবাসো
জাত ভেদাভেদ ভুলে।।