কলমেঃ ফাতেমা আক্তার
===============
তুমি তো আমাকে কষ্ট দিলে প্রতারণা করলে, ঠকালে, ফেলে রেখে চলেও গেলে।
কি অপরাধ ছিল আমার জানি না, কেন আমাকে এতটা কষ্ট দিলে, আচ্ছা তোমাকে ভালোবাসাটাই ছিল বুঝি অপরাধ আমার।
দোয়া করি সুখে থেকো, ভালো থেকো অন্য কারো সঙ্গে, আমি না হয় তোমার কলঙ্ক মাথায় নিয়ে সারাটাজীবন কাটিয়ে দিব।
অভিশাপ দেবো না, তোমার ঐ স্বভাব এর কারণেই একদিন তোমার শাস্তি তুমি পেয়েই যাবে।
নিয়তি একজন আছে, আজ তুমি আমার সাথে যা করেছো কাল তুমি তা ফেরত অবশ্যই পাবে।