কলমেঃ কামরুন নেসা লাভলী
কেন আমাকে এমন নিঃস্ব করলে
তুমি ---
এ-ই তো এই ছোট্ট নীড়ের গৃহচূড়ায়
বসে পৌষ - ফাল্গুনী রাতে কতবার
গুনেছি তাঁরা, মাঝে মাঝে মনে হত
সাদা নীল আকাশটা মাথার উপর
আমি ---
তন্ময় হয়ে খেলা দেখতাম, তাঁরাদের
দূর দিগন্তের সীমাহীন পথটাকে
মনে হত খুব কাছের
সরু পথ ধরে হাঁটার সময়
দু 'ধারে শস্য ফুলের সৌন্দর্য
মূহুর্তের মধ্যে মনের গহীনে
যেন শিহরিত আনন্দে গেয়ে উঠত
আপন মনে গান,
প্রিয় বৃক্ষের শান্ত নীল আকাশ ছায়া
আর নদীর টানে ভাটিয়ালি গানের সুরে
কবিতা পেত তার আপন ছন্দ
সখীদের নিয়ে ছুটাছুটি, গাছে গাছে
ঢিল কিংবা দ্বিধাহীন সাঁতার কাটা
সব এখন ক্যানভাসে আঁকা রঙিন ছবি
তোমাকে ভালোবেসে মন
সখা ' এখন বৈরাগী ---
কেন এমন নিঃস্ব করলেআমায়,
তুমি ---
নদী ভালোবেসে সাগরে মিশে
সাগর ভালোবেসে মোহনায় যায়
পাখি ভালোবেসে নীড় বাঁধে
আর আমি তোমায় ভালোবেসে
গড়তে চেয়েছিলাম সুখ নীড়
কেন এমন নিঃস্ব করলে ?
তুমি ---
এ-ই আমাকে।।