কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
সত্যি তুমি আমায় ভালবেসেছিলে
নাকি মেতেছিলে দেহ ভোগে প্রণয়ের ছলে?
আমি তো ছিলাম তোমায় পেয়ে বদ্ধ উন্মাদ
আজ, কাল, বছর পেটে বাচ্চা এলে গুনলাম প্রমাদ!
হায়রে বোকা নারীর ভালবাসা, নিদ্রাহীন নিশি
গর্ভ পাতে সব প্রেমিক অনেক বেশী খুশি,
গর্ভ থেকে ভ্রুন বলে, “মা, আমায় মেরো না”
সন্তান বাঁচা তে হলাম কলঙ্কিনী,কারো অনুরোধ রাখলাম না!
সমাজ করলো ‘এক ঘরে’, বাবা নিলেন গলায় রশি
মা তো মা, আমায় বুকে জড়ায় ধরলেন কষি,
আজ আমি সরকারি অফিসার, কতজন পাণিপ্রার্থী
তুমি ও পিছে পিছে ঘুরে হতে চাও সহযাত্রী!
আজ তুমি জ্বলছো হিংসার দাবানলে
গোলাপ ছিড়ে পদদলিত করেছিলে এককালে!
আজ সে গোলাপ কুড়ায়ে কেউ নিতে চায় ঘ্রাণ
পিছু ঘোরা, ছটফট, জ্বলা, পুরুষের হিংসার প্রমাণ!
ভালবাসার অস্তিত্ব কই, বলতে বাঁচবো না তোমা ছাড়া
জীবনের কাফন দাফন হয়েছে আমার, হয়নি শুধু ‘মরা’!
প্রণয় ছলনায় মাখলে কালিমা, আত্মহন্তা হলো পিতা
কেউ মরে না, যারা কাম নেশায় শপথ করে ছুয়ে কুরআন গীতা!!!