কলমেঃ কমলেশ হালদার
ক্ষুধাতুর মানুষ অনাহারে অর্ধাহারে করছে যে ,জীবন সংগ্রাম!
কাটছে দিন খাদ্য ও অর্থাভাবে দেখি অবিরাম।
পৃথিবীতে কত ধনী পুঁজিপতিরা করেন অট্টালিকায় বসবাস,
অথচ হতদরিদ্র ক্ষুধাতুর মানুষের নেই যে,আবাস!
তারা নিজের ছাড়া বোঝেনা কোন কিছু ,
অর্থ আর স্বার্থের জন্য ছুটে চলে দিন রাত পাই তার আভাস।
সমাজের প্রতি দায়বদ্ধতা মূল্যবোধ এসব অসহায় তাদের কাছে,
পাশানীর করাল গ্রাসী মনোভাব তাদের সুখ অর্থ প্রাচুর্যের মাঝে।
এই নিষ্ঠুর পৃথিবীর আজব নিয়ম,
অনুষ্ঠান কিংবা বিলাসিতায় খাবার অপচয় হয় সকাল সাঁঝে।
খাবার বিনা অসহায় মানুষ নিত্য মরছে দেখি বস্তি কিংবা লজে।
শ্রম চুরি করে অর্থ লাভের প্রচেষ্টা চলে ,
ছলা কলা চাতুর্য তার ভাঁজে।
পোশাক হীনা ক্ষুধাতুর মানুষ খাটছে দিন রাত,
এক টুকরো শুকনো রুটির বহারে তারা কুপোকাত।
পঁচা উচ্ছিষ্ট খাবারের মাঝেই স্বাদ খুঁজে পাই,
অভুক্ত উদরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে কাতারে কাতারে হায়!
ভিক্ষার থালা হাতে খাবারের পরিবর্তে,
গালমন্দ মুখ সিটকানো জুটে শুধু বিশ্বময়।
মানবিকতা, মূল্যবোধ হারিয়ে গেছে আজ,
অট্টালিকা, পুঁজিপতিদের প্রসারে রং বাহারী সাজ।
এই কালিমালিপ্ত অধ্যায় সমাজের বুকে দাগ কাটে না!
সকলেই আপন আপন
প্রচারে করছে বাজিমাত।
অভুক্ত ক্ষুধাতুর মানুষের নেই কেউ,
সমাজে ফুটে ওঠে তাঁদের অভুক্ত উদরের করুন আর্তনাদ।