কলমেঃ কামরুন নেসা লাভলী
সমুদ্র ওগো উত্তাল সাগরের
তপ্ত বালুকা বেলা ভূমি
তৃষ্ণার্ত বুকে এত হাহাকার
তবু তোমারে বাধিবার সাধ জাগে
ছমছম নুপুরের শব্দ শোন
ঝিনুক শামুক মেলায়
ঢেউ এর পর ঢেউ
অশান্ত বুকে শান্ত নীল আশা
সমুদ্রকে যতবার দেখি
তারে আমি চিনি না-ই চিনি না-ই
সন্ধ্যায় গোধূলি লগ্নে
সূর্যের অস্ত যাওয়ায় মেলে
নতুন কোন সূচনায়
রুপ অপরুপের অসীম আকাশে
নক্ষত্র তাঁরায় জ্যোৎস্না--
পেলব ছন্দে সমুদ্রের বুকে
জাগে এক নব বিষ্ময়!
সূর্য ওঠা সোনালী সুপ্রভাত
জানায় স্বাগত, কি এক আশ্চর্য!
সৌন্দর্য চকিতে হারায় মন
আকাশ, সমুদ্রে ব্যবধান
খুঁজে লাভ কি ?
আপন মনে কথা যায়
নিবির পরশ বেলায়,
উত্তাল সমুদ্রের প্রশান্ততার গভীরে
খুঁজে ফিরে নিজেকে ।।