কলমেঃ রবি বাঙালি
চুন থেক পান খসলে পরে
রেগে হয় যে লাল,
ক্ষোভটা মিটায় তরকারিতে
দেয় যে বেজায় ঝাল।
রেগে গিয়ে ছেলের পিঠে
মারে কিল আর ঘুসি
খিল লাগিয়ে ঘরের কোণে
কেঁদে উঠে ফুসি
নিত্য মোরে কানে ধরে
চাইতে হয় যে ক্ষমা,
নইলে তাহার রক্ষা যে নাই
সংসারে তার ট্রমা।
রোজ সকালে ঘুমটা ভাঙে
শুনে তাহার গালি,
অকর্মাকে বিয়ে করে
জীবনটারে জ্বালি।
প্রতিদিনের খুনসুটিতে
তবু খুঁজি আশা,
এক বালিশে দুটি মাথা
গড়তে সুখের বাসা।