কলমেঃ মোহাম্মদ শফিউল্লাহ
সংসারের বোঝা টানা মানুষটি একদিন,
নিজের সংসারের বোঝা হয়ে যায়।
এত নির্মম কষ্ট বল প্রাণে আর কি সয়?
বিলাসবহুল জীবন নয়,শুধু ভালোবাসা চায়।
স্বার্থের টানে আপন মানুষ পর হইয়া যায়,
কঠিন এই দুনিয়ায় মানুষ চেনা বড় দায়।
মানুষ জেনেও বুঝেনা,সময় তার বহে চলে যায়,
মহান স্রষ্টার এই পৃথিবীতে সবাই সুখী হতে চায়।
সুখের কোন রং নেই,সুখ শুধু অনুভূতির ছোঁয়া,
দুঃখের আগুনে হৃদয় হয় অঙ্গার,দেখেনা কেউ ধোঁয়া।
ব্যথিত হৃদয়ের ব্যথা কেউ বুঝিতে নাহি পারে,
সুখ নহে চিরস্থায়ী,জীবনটা নয় সোনা দিয়ে মোড়া।
সুখ দুঃখ আছে বলেই,আছে মানুষের অনুভূতি,
ক্ষনিকের জন্য এসেছি মোরা করো না কারো ক্ষতি।
চির অমর হইয়া আসেনি কেউ আমরা এই ধরণী তলে,
মনেরেখো,অন্যায়কারীর পরকালে হবে কঠিন পরিণতি
করি নিবেদন সকল জাতিগোষ্ঠীর মানুষের প্রতি,
সঠিক সুন্দর পথে চলবো মোরা দাও গো প্রতিশ্রুতি।
অন্যায় পথ করব পরিহার ,করব না কারো ক্ষতি,
আমাদের ধর্ম কর্ম দেখে শয়তানের মাথা হবে অবনতি।
শত জ্বালা যন্ত্রণা দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর
আমি তো যাব চলে একদিন সবাইকে করে পর।
কত জাতি কত ধর্ম মানুষের মেলা এই বিশ্ব চরাচর,
ভেঙ্গে যাবে একদিন বালুচরে আমাদের বাধা খেলাঘর।