মোঃ জাবেদুল ইসলাম
খোকা করে লেখা পড়া,
মনোযোগ দিয়ে।
পাঠশালায় যায় খোকা,
বই খাতা নিয়ে।
খোকার ভীষণ ইচ্ছে জাগে
অনেক বড় হবে।
দেশের মানুষ গরীব দুঃখীর,
খোকা সেবা দেবে।
সকাল বিকাল পড়ে খোকা,
স্মরণ রাখে ভালো।
শিক্ষা গুরু দেয় আশিবাদ,
খোকা জ্বালাবে আলো।
লেখা পড়া শিখে খোকা,
অনেক বড় হলো।
সমাজের সব অনিয়ম,
কুসংস্কার দুর করে কালো।
সফল হলো খোকা তার,
সফল লেখা পড়া করে খোকা,
এই লাল সবুজের দেশটাকে,
সফল ভাবে হউক গড়া।