কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
গরিব মানুষ রোজা রাখে,
পায় না খেতে ভালো।
কষ্ট তবুও নেয় না তারা,
মুখে হাসির আলো।
অসৎ পথে যায় না তারা,
সত্য পথেই চলে।
মিথ্যার ধার ধারে না কভু
যতই বিপদ আসুক।
বড় লোকেরা রোজা মাসে,
নামি দামী খাবার।
গরীব মানুষ রাখে রোজা,
পাপ পরিত্রাণ পাবার।
রোজা মাসে গরীব মানুষ,
কষ্টে রোজা রাখে।
আলোর পথ খোঁজে তারা,
মহান আল্লাহকে ডাকে।
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।