কলমেঃ হিলারী হিটলার আভী
আমি গিলোটিন!
যাঁতি দিয়ে সুপারি কাটার মতোই
আমি মানুষকে কাটি!
আশ্চর্যের কথা হচ্ছে
আমি আমার জন্মদাতাকেও কেটেছি,
আমার একথা অবিশ্বাস হলে?
ইতিহাস থেকে আমার সম্পর্কে জেনে নাও।
আমি এখন ব্যস্ত নগরীতে আছি
তাই বলে ভেবো না রোম নগরীতে আছি।
আমি ফেরাউন-নগরীতে অবস্থান করছি
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ প্রাসাদের দিক থেকে ফেরাউন।
কর্ম-আইন ধর্ম-আইন চর্ম-আইন বর্ম-আইন হর্ম্য-আইনের আমি মুখোশ পরিধান করেছি
আমি কেয়ামত পর্যন্ত থেকে যাবো
তবে কেয়ামতের আগে একবার সাময়িকভাবে পরাজিত হবো।
খুনের নিপুণ দক্ষতা আর মুখোশের সৌন্দর্য
আমাকে শয়তানেরও একধাপ উপরে রেখেছে।
খারাপ লোকেরা আমাকে ব্যবহার করে করে
মাফিয়া ডন হয়ে অলীক হুংকার দেয়,
আমি আবার সুযোগ পেলেই
মাফিয়া ডনকে কেটে হুংকার চিরতরে বন্ধ করে দিই।
আমি এবার আসবো
শীঘ্রই আসবো
আমি এবার মহাশ্মশানের ডোম-নগরীতে আসবো
শুধু-ই মানুষকে কাটতে আসবো!