কলমেঃ এম. শাহেদ সারওয়ার
ভূমিষ্ঠ নিখুঁত এই ধরণীর বুকেতে
ক্বলবে আল্লাহ জারি রয় অবিরত,
পূতজীবন বেড়ে উঠে নশ্বর পৃথিবীতে
মহান সৃষ্টিকর্তার পরম মায়াতে।
বয়স বাড়ে আর বেড়ে ওঠে দেহখানি
কতকিছুর ঘুরপাকে যায় দিন রজনী
না বুঝিয়া কত পাপ করেছি চরণে
মনের প্রেমানন্দে সঙ্গদোষ জাগরণে।
ভেবেছি যখন নীরবে একাকি বসে,
কী হবে পরকালে!
তখনই ভয়ে শিউরে উঠেছে লোম
কী হিসাব দিবো সময় ফুরালে!
মিথ্যায় ভরা ঠোঁট,
পাপে কলুষিত হৃদয়।
পূণ্য আমার একফোঁটাও নেই,
সারা জীবন হয়েছে ক্ষয়।
বুঝে ভুল এখন করি অনুতাপ,
মাথা লুটাই তোমার সিজদায়।
মরার আগেই মরেছি আমি,
মিথ্যা মায়ার এই ধরায়।
যত ছিল আমার পাপ-পঙ্কিলতা
পেতে তার থেকে নিস্তার।
আমি অধম গুনাহগার বান্দা,
চাই সৃষ্টিকর্তা তোমার দিদার।