কলমেঃ রওশন রোজী
অপূর্ব এক গোধূলী লগ্নে দেখা হয়েছিল
তোমার আমার
মনটা ছিল উদাসীনতায় ভরা
ছিলাম আনমনা হয়ে দাঁড়িয়ে
কৃষ্ণচূড়া গাছের নীচে
হঠাৎ কোথা থেকে এলে ঝড়ের বেগে
মাথায় ছিল উসকো খুসকো চুল
পরনে ছিল অদ্ভুত ধরনের শাট
হাতে ছিল একটি লাল গোলাপ
কোন এক লগ্নে গোলাপ টা হাতে দিয়ে বললে
,এটা আমার ভালোবাসা তোমার জন্য,
ফুলটি হাতে নিয়ে অবাক দৃষ্টিতে
ছিলাম তাকিয়ে
মনে মনে কেমন যেন অদ্ভুত ধরনের অনুভূতির সৃষ্টি হচ্ছিল
অচেনা লোকের অদৃশ্য ভালোবাসা
হয়তো অনেক দিনের অপেক্ষায় ছিল হৃদয়
ঠিক কৃষ্ণচূড়া ফুলের মতো
দীর্ঘ একটি বছর অপেক্ষার পর ফোটে ফুল
খুশিতে আত্নহারা হয়েছিলে
মনের কোণে জমেছিল হাসির ফোয়ারা
সে দিনের স্মৃতিগুলো আজও ভেসে বেড়ায়
আজও অপেক্ষায় কাটে সারাদিন
কখন ফুটবে ফুল ভালোবাসার বাগানে
তোমার হাতের ছোঁয়ায় ভরে দিবে
মিলনের মহা লগ্ন টুকু অঝোর ধারায় পুষ্প বৃষ্টিতে
দু,চোখে ঝরবে খুশির ঝলকে
আনন্দে বিমোহিত হয়ে আলিঙ্গনে আবদ্ধ হবো
কোন এক গোধূলী বেলায়।