কলমেঃ রওশন রোজী
=============
ভুল করে গোলাপ ভেবে
কাঁটায় দিয়েছিল হাত
রক্তে রঞ্জিন হয়েছিল
চিনতে হয়েছিল ভুল।
গোলাপের সৌন্দুর্যে হয়েছিল পাগল
মনের আঙ্গিকে সাজিয়ে
গোলাপকে হৃদয়ে আয়নায় বন্দি করে
অজানা অচিন দেশে পাড়ি দিতে চেয়েছিল।
মনকে বেঁধেছিল মায়া ডোরে
পাপড়ি গুলো ঝরে গিয়েছিল
অজানা ঝড়ে
ধরতেই আঘাত করে কাঁটা।
ভেবেছিল ফুলদানিতে রেখে দিবে গোলাপকে
অপরুপ রুপে রাঙিয়েছিল মন
এক ঝলক বৃষ্টির পর রৌদ্রময় দিনের
ছোঁয়া পেয়েছিল ভালোবাসার নিবিড় ছায়ায়।
ভাবেনি কখনো গোলাপের কাঁটার যন্ত্রণার কথা
অসীম সাহস নিয়ে কাছে টানতে চেয়েছিল
হৃদয়ের আঙ্গিনায় বীজ বপন করেছিল
বুঝতে হয়েছিল দেরি।