কলমেঃ আজিজুল হক
এই গরমে পুড়ে পুড়ে
মেঘের ছবি আঁকি,
গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া
কেমন করে থাকি।
মেঘ বন্ধু চলে এসো
আমার সবুজ গাঁয়ে,
মিষ্টি নয় বৃষ্টি নিয়ে
এসো নুপুর পায়ে।
গ্রীষ্মকালের গরম দিনে
কখন কি যে হয়রে,
সকাল ভালো সন্ধ্যা খারাপ
আবহাওয়া কয়রে।
ঔ আকাশে মেঘ করেছে
থাকিস না আর বাইরে,
আয়রে সবাই ঘরে আয়
বৃষ্টির গান গাইরে।
কালো মেঘে হুড়ুম- দুড়ুম
ঝড় উঠেছে ঔইরে
বজ্রবাতি চমকিয়ে দেয়
চতুর্দিকে ভয়রে।